রাবি’র হলে পুলিশের তল্লাশি, আটক ৫
জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে নাশকতা এড়াতে গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে শিবিরের লিফলেটসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টা থেকে এ তল্লাশি শুরু করে মতিহার থানা পুলিশ।
আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের আব্দুল্লাহ আল গালিব, ফোকলোর বিভাগের তৃতীয় বর্ষের শামীম রহমান ও ইসলাম শিক্ষা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এনামুল হক।
তাদের সবাইকে শহীদ হবিবুর রহমান হলের দুইটি কক্ষ থেকে আটক করা হয়। তবে অন্য দুই জনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শিবিরের নেতাকর্মী ক্যাম্পাসে নাশকতা সৃষ্টি করতে পারে এমন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা, শহীদ জিয়াউর রহমান ও শহীদ হবিবুর রহমান হলে তল্লাশি চালানো হয়। এসময় জিয়াউর রহমান হল থেকে দুইজন ও হবিবুর রহমান হল থেকে তিনজনকে আটক করা হয়।
ওসি আরও বলেন, রাত সাড়ে ১২টার দিকে জোহা হলে তল্লাশি শুরু করা হলেও সেখান থেকে কিছু উদ্ধার বা কাউকে আটক করা হয়নি। এরপর পর্যায়ক্রমে জিয়া ও হবিবুর হলে তল্লাশি চালিয়ে ৫ জনকে আটক করা হয়। এ সময় তাদের থেকে শিবিরের লিফলেট উদ্ধার করা হয়। তাদেরকে এখন মতিহার থানায় রেখে জিজ্ঞাসাবদ করা হচ্ছে বলেও জানান তিনি।