ঢাবি গ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


প্রকাশিত: ০৭:৪৩ এএম, ১৮ অক্টোবর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ব্যবসায়ে শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনু্ষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট admission.eis.du.ac.bd থেকে ভর্তি পরীক্ষার ফলাফল জানতে পারবে। এছাড়াও আবেদনকারী শিক্ষার্থীরা যেকোন মোবাইল থেকে DU GA (Roll no) টাইপ করে ১৬৩২১ নম্বরে Send  করে ফিরতি SMS এ তার ফলাফল জানতে পারবেন।

এ বছর ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য মোট আবেদনকারী ছিল ৪৩ হাজার দুইশ’ ৩৪ জন। তার মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪০ হাজার নয়শ’ ৫৬ জন শিক্ষার্থী। এতে কৃতকার্য হয়েছে সাত হাজার একশ ৯৪ জন পরীক্ষার্থী। শতকরা পাসের হার ১৭ দশমিক ৫৬ শতাংশ। পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার সাতশ’ ৬২ জন। তবে এবার এ ইউনিটে কোন উত্তর পত্র বাতিল হয়নি।

উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২০ থেকে ২৬ অক্টোবর ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে চয়েস ফরম পূরণ করতে বলা হয়েছে। কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কোটার ফরম ২১ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে ডিন অফিসে জমা দেয়ার কথা বলা হয়েছে।

এমএইচ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।