জাবি উপাচার্যকে শিক্ষক সমিতির আল্টিমেটাম


প্রকাশিত: ০১:১৭ পিএম, ১৭ অক্টোবর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতার নিয়োগ বাতিলে দাবিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষক সমিতি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুমকি দিয়েছেন তারা। তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ধর্মঘটের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।

শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে শিক্ষক সমিতির সাধারণ সভায় এ আল্টিমেটাম দেয়া হয়। সমিতির সভাপতি অধ্যাপক মো. খবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপুকে প্রশসানিক কর্মকর্তা পদে অস্থায়ী (অ্যাডহক) ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। ফয়সাল হোসেন দীপুর বিরুদ্ধে শিক্ষকদের উপর হামলার অভিযোগ এনে তাকে নিয়োগ না দেওয়ার জন্য উপাচার্যকে অনুরোধ করেন শিক্ষকরা। তা সত্তে¡ও গত ১৩ জুলাই ঈদুল ফিতরের ছুটির আগের দিনে চার ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেন উপাচার্য। এ সময় উপাচার্য নিজ ক্ষমতাবলে ছাত্রলীগ নেতা দিপুকে প্রশাসনিক কর্মকর্তা পদে বিশ^বিদ্যালয়ের গ্রন্থাগারে নিয়োগ দেন।

পরে ৩ আগস্ট দীপু বাদে বাকি পাঁচজন নিজ নিজ পদে যোগ দিলেও শিক্ষকদের বিরোধিতার কারণে যোগ দিতে পারেননি ফয়সাল হোসেন দীপু। পরে উপাচার্য সে নিয়োগ বাতিল করে পুনরায় ২৩ আগস্ট তাকে নিয়োগ দেন। দিপু প্রশাসনিক কর্মকর্তা পদে প্রশাসনিক ভবনে যোগদান করেন।

হাফিজুর রহমান/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।