জাবিতে ব্রেভার র‌্যাগ-৩৮ উৎসব শুরু


প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৬ অক্টোবর ২০১৫

“ফিরে চাই ফিরে যাই আত্মার আমন্ত্রণে” স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্রেভার র‌্যাগ-৩৮ উৎসব শুরু হয়েছে। শুক্রবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের কেক কাটার মাধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় র‌্যাগ রাজা শিহাব শাওন ও রাণী রেহনুমা তাসনিম ফারিবাসহ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সকাল ১০টার পর থেকেই এক দুই জন করে আসতে শুরু করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ৩৮তম ব্যাচের শিক্ষার্থীরা। ধীরে ধীরে সাদা টি শার্ট পরা মুখগুলোয় ভরে যেতে থাকে ক্যাফেটেরিয়ার আশপাশ। অনেকেই কর্মক্ষেত্রে যোগ দিয়ে ছেড়েছেন ক্যাম্পাস। তাই ক্যাম্পাস জীবনে সব বন্ধুরা এক সাথে হওয়ার এ সুযোগ হাতছাড়া না করতে অনেকেই চলে এসেছেন ক্যাম্পাসে।

rag

সকাল থেকে ক্যাম্পাসে ব্যাচের শিক্ষার্থীদের মাঝে গেঞ্জি (টি শার্ট) দেওয়া শুরু হয়। এ সময় গেঞ্জি ছোট বড় নিয়ে আনন্দ উল্লাসে মুখরিত হতে থাকে ক্যাফেটেরিয়া। সকাল থেকে ব্যাচের শিক্ষার্থীদের সেলফি তোলা ছিল চোখে পড়ার মত। ছোট ছোট দলে বিভিন্ন রকম পোজ দিয়ে সবাই সেলফি তুলতে থাকে। কেউ কেউ রাজা-রাণীকে সাথে নিয়ে, কেউ বিভাগের বন্ধুদের নিয়ে আবার কেউবা হলের বন্ধুদের নিয়ে সেলফিতে মেতে ওঠে।

র‌্যাগ রাজা শিহাব শাওন বলেন, প্রথাগতভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষা সমাপনী উৎসব আয়োজন করে থাকে। এরই ধারাবহিকতায় ৩৮তম ব্যাচের র্যাগ উৎসব জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হচ্ছে।

rag

র‌্যাগ রাণী রেহনুমা তাসনিম ফারিবা বলেন, দীর্ঘ প্রচেষ্টা এবং আমাদের বন্ধুদের সার্বিক সহযোগিতায় আমরা র‌্যাগ উৎসব আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উৎসবটি শেষ হবে।

উল্লেখ্য, সন্ধ্যা সাড়ে ৬টায় সেলিম আলদীন মুক্তমঞ্চে আনুষ্ঠানিক উদ্বোধন ও ৩৮তম ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

হাফিজুর রহমান/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।