ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এ ভর্তি যুদ্ধ চলবে সকাল ১১টা পর্যন্ত।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জালিয়াতি এড়াতে তল্লাশি করে পরীক্ষার হলে প্রবেশ করানো হয়। এসময় তাদের ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস নিতে দেয়া হয়নি।
উক্ত ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ১০টি স্কুল-কলেজসহ মোট ৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ১১৭০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৩,২৩৪জন। প্রতিটি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন শিক্ষার্থী।
এদিকে পরীক্ষা শুরুর প্রায় ১ ঘণ্টা আগেই প্রশ্ন ফাঁসের গুঞ্জন ওঠেছে। তবে এর সত্যতা এখনো পাওয়া যায়নি।
এমএইচ/এআরএস/পিআর