রাবিতে দুর্গাপূজার ছুটি শুরু ১৯ অক্টোবর


প্রকাশিত: ১১:১৫ এএম, ১৫ অক্টোবর ২০১৫

সনাতন ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও পবিত্র মহররম উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাশ ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

তবে এই ছুটিতে পরীক্ষা চলবে কি না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর ইলিয়াছ হোসেন জাগো নিউজকে জানান, এই সময়ের মধ্যে সাধারণত ক্লাস পরীক্ষা সবই বন্ধ থাকবে। তবে কোনো বিভাগ যদি বিশেষ কারণে পরীক্ষা নিতে চায় তবে সেটা সংশ্লিষ্ট বিভাগের ব্যাপার।

ছুটি সম্বন্ধে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা ও পবিত্র মহররম উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাশ ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২০ থেকে ২৪ অক্টোবর ২০১৫ পর্যন্ত বন্ধ থাকবে।

রাশেদ রিন্টু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।