বার-বি-কিউ পার্টি দিলেন ড. জাফর ইকবাল


প্রকাশিত: ০৫:১১ পিএম, ১৩ অক্টোবর ২০১৫

বার-বি-কিউ পার্টি দিলেন জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। মঙ্গলবার সন্ধ্যায় শাবির নবনির্মিত ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের ছাদে এ পার্টির আয়োজন করা হয়।

প্রতিবছর নিজ উদ্যোগে শিক্ষকদের নিয়ে তিনি বার-বি-কিউ পার্টির আয়োজন করে থাকেন। জানা যায়, অধ্যাপক জাফর ইকবাল নিজ হাতে বিকেল ৫টা থেকে বার-বি-কিউ পরিবেশন শুরু করেন। সন্ধ্যা থেকে খাবার শুরু হয়। চিকেন, পায়েস, বিরিয়ানিসহ নানা রকমের আয়োজন ছিল খাবার মেন্যুতে।

পার্টিতে বিশ্ববিদ্যালয়ের ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এর শিক্ষকরা অংশ নেন। পাশাপাশি শিক্ষকদের স্ত্রী, বাচ্চারাও অংশ নেয়।

অধ্যাপক জাফর ইকবালের বরাত দিয়ে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এর আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম বলেন, স্যার প্রায় সময় এই ধরনের আয়োজন করে থাকেন। উনি (জাফর ইকবাল) নিজ উদ্যোগে আমাদের গ্রুপের সবার জন্য আয়োজন করেছেন। পুরো আয়োজনের ব্যয় তিনি নিজেই করেছেন।

খাবার শেষে অধ্যাপক জাফর ইকবালের আহ্বানে বিভিন্ন বিভাগের শিক্ষকরা গান পরিবেশন করেন। পাশাপাশি শিক্ষকদের ছেলে-মেয়েরাও কবিতা আবৃত্তি করে উপস্থিত সবাইকে আনন্দ দেন।

বায়োকেমেস্ট্রি অ্যান্ড মলিক্যুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল মাসুদ বলেন, আয়োজনটি অনেক ভালো হয়েছে। সবার মাঝে বন্ধন দৃঢ় করতে এ ধরনের পার্টি আরো আয়োজন করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

আব্দুল্লাহ আল মনসুর/এমএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।