ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট admission.eis.du.ac.bd – থেকে ভর্তি পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এছাড়াও আবেদনকারী শিক্ষার্থীরা যেকোনো মোবাইল থেকে DU KHA (Roll no) টাইপ করে ১৬৩২১ নম্বরে Send করে ফিরতি SMS এ তার ফলাফল জানতে পারবে।
এ বছর খ-ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য মোট আবেদনকারী ছিল ৩১ হাজার ১৫২ জন। তার মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৯ হাজার ৬৪৫ জন শিক্ষার্থী। এতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৩৫১ জন। শতকরা হারে কৃতকার্য শিক্ষার্থী ১৪ দশমিক ৬৮ শতাংশ। পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৯২২ জন। বিভিন্ন কারণে উত্তর পত্র বাতিল হয়েছে ৩৭২ জনের। এই ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ২ শ’ ৯৬টি। আগামী ৮ নভেম্বর হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাতকার শুরু হবে।
ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন আদমজি ক্যান্টনমেন্ট কলেজর শিক্ষার্থী নূর হোসেন নয়ন। তার প্রাপ্ত স্কোর ১৮৩.৪৪। দ্বিতীয় হয়েছেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছাত্র মো. রিজাত হোসেন। তার প্রাপ্ত স্কোর ১৮৩.২০। তৃতীয় হয়েছেন চট্টগ্রাম কামাল উদ্দিন চৌধুরী কলেজের ছাত্র জামির উদ্দিন। তার প্রাপ্ত স্কোর ১৮১.৯৪।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৮ থেকে ২৫ অক্টোবর ২০১৫ পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে চয়েস ফরম পূরণ করতে বলা হয়েছে। কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযতভাবে পূরণ করে ডিন অফিসে জমা দেয়ার কথা বলা হয়েছে।
ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ১৪ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করার পরামর্শ দেয়া হয়েছে।
এমএইচ/জেডএইচ/এমএস