ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১২ অক্টোবর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার (সাধারণ জ্ঞান) ফল প্রকাশিত হয়েছে। এতে কৃতকার্য হয়েছেন ৪৯৬ পরীক্ষার্থী।

সোমবার বিকেলে এ ফল প্রকাশিত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশিদ।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট admission.eis.du.ac.bd-তে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শনিবার এ পরীক্ষায় উত্তীর্ণদের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার (সাধারণ জ্ঞান) ফল এবং  অঙ্কন পরীক্ষার সিট প্লান বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েব সাইট admission.eis.du.ac.bd-তে দেয়া আছে।

প্রসঙ্গত, শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ১৩৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৭ হাজার ৩১৯ জন।

এমএইচ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।