স্টেট ইউনিভার্সিটিতে ‘ক্যারিয়ার ফেস্ট ২০১৫’ অনুষ্ঠিত


প্রকাশিত: ০১:৪১ পিএম, ১১ অক্টোবর ২০১৫

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের কলাবাগান বিজয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল ‘ক্যারিয়ার ফেস্ট ২০১৫’। বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত ওই ফেস্টিভ্যালে প্রায় ১০টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের গ্র্যাজুয়েটদের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দিতেই ওই উদ্যোগ বলে জানান আয়োজকরা। দিনব্যাপী ওই আয়োজনে ল্যাবএইড গ্রুপ, আকিজ গ্রুপ, অ্যাসরোটেক্স গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, গো বিডি গো লিমিটেড, নিটল-নিলয় গ্রুপ এবং অনি অ্যান্ড ব্রাদার্স অংশ নেয়।

‘ক্যারিয়ার ফেস্ট ২০১৫’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট ডা. এ এম শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালেয় ভিসি ড. ইফতেখার গনি চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মেজর জেনারেল (অব.) ডা. এম শাহজাহান ও রেজিস্ট্রার প্রফেসর এ ওয়াই এম ইকরাম উদ দৌলা।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।