জাবিতে প্রতি আসনে লড়বে ১১৩ শিক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-তে এবার (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ১১৩ জন শিক্ষার্থী লড়াই করবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার)। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত সময়ের মধ্যে মোবাইল ফোনে আবেদন করেছেন প্রায় দুই লাখ ২৬ হাজার ৪১২ জন শিক্ষার্থী। এর বিপরীতে বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে প্রায় দুই হাজার।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ শে অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত। এর আগে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে আসনপ্রতি ৯৮ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।
তবে কোন ইউনিটে কত শিক্ষার্থী আবেদন করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu) এ পাওয়া যাবে।
হাফিজুর রহমান/আরএস/আরআইপি