জবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে শিক্ষক বহিষ্কার


প্রকাশিত: ১২:১৪ পিএম, ১১ অক্টোবর ২০১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে এক শিক্ষককে চাকির থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। চাকরিচ্যুত শিক্ষকের নাম মো. মেজবাহ-উল-আজম সওদাগর। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।

এ বিষয়ে জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান জাগো নিউজকে বলেন, তার বিরুদ্ধে ভর্তি পরীক্ষায় অনৈতিক সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার বি ইউনিট ভর্তি পরীক্ষা চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মো. মেজবাহ-উল-আজম সওদাগর। এসময় তিনি তার কক্ষ থেকে পার্শ্ববর্তী কক্ষে এক ভর্তিচ্ছুকে উত্তর সরবরাহ করেন। তখন ওই কক্ষে দায়িত্বে থাকা অন্যান্য শিক্ষকরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে মো. মেজবাহ-উল-আজম সওদাগর জাগো নিউজকে বলেন, তিনি তার এক পরিচিত ভর্তিচ্ছুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তবে তিনি তাকে কোনো সাহায্য করেননি। বিষয়টি এত বড় করে দেখা হবে তা তিনি বুঝতে পারেননি।

এ বিষয়ে `বি` ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সরকার আলী আক্কাস জাগো নিউজকে বলেন, তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জানিয়েছেন।  

সুব্রত মণ্ডল/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।