বিশ্ববিদ্যালয়ে করোনা আতঙ্ক : অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৮ মার্চ ২০২০

করোনা ভাইরাসের আতঙ্ক থাকায় বুধবার (১৭ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে বর্তমানে ঢাবির মার্কেটিং বিভাগসহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নেয়া শুরু করেছে।

অনলাইনে বিনামূল্যে ‘জুম’ নামের ভিডিও কনফারেন্সিং সেবা ব্যবহার করে ক্লাস নেয়া, অ্যাসাইনমেন্টসহ পুরো ক্লাসের কার্যক্রম শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাফিউদ্দীন আহমেদ। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার আগেই সোমবার প্রথম অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস নেন তিনি।

তিনি বলেন, অনলাইনে ক্লাস পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থীদের কেউ বাসা থেকে, কেউ ভ্রমণকালীন অবস্থায় অনলাইনে এ ক্লাসে অংশ নিচ্ছে।’ পুরো প্রক্রিয়াটি জুম-এর মাধ্যমে করা হচ্ছে। আমরা গুগল ডিজিটাল ক্লাসরুম ব্যবহার করেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছি। এ পদ্ধতিতে যেকোনো শিক্ষকই ক্লাস নিতে পারেন বলে জানান তিনি।

বিভিন্ন দেশে করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ভিত্তিক ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এ পদ্ধতিতে বাংলাদেশেও অনেক বিশ্ববিদ্যালয় ক্লাস পরিচালনার উদ্যোগ নিয়েছে।

গত রোববার (১৫ মার্চ) থেকে অনলাইনে ডেমো ক্লাস চালু করেছে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ। ধানমন্ডি ক্যাম্পাসে অনলাইন ডেমো ক্লাস নিয়েছেন বিভাগটির প্রধান ড. শেখ শফিউল ইসলাম।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আমরা অনলাইন ক্লাসের প্রস্তুতি শুরু করেছি। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে, তাই আমরা এখন অনলাইনেই ক্লাস নেব।’

অন্যদিকে অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি। গত ১৬ মার্চ বিশ্বাবিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম নূরুল হুদা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশনা থাকায় শিক্ষার্থীরা সরাসরি ক্লাসে না এসে অনলাইনে স্ব স্ব কোর্সের কুইজ, ক্লাস টেস্ট ও অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের সিআর ও ক্লাস শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের যোগাযোগ করতে বলা হয়েছে।

এমএইচএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।