বঙ্গবন্ধুর জন্মদিনে সেজেছে ঢাকা কলেজ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ঢাকা কলেজ ক্যাম্পাস।
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণরোধে ইতোমধ্যে সরকার সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর ঢাকা কলেজের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত করা হয়েছে মুজিববর্ষের সকল অনুষ্ঠানসূচিও। করোনাভাইরাসের প্রভাবে মুজিববর্ষের অনুষ্ঠানে ভাটা পড়লেও লাল আর সবুজ আলোর ঝলকানিতে ক্যাম্পাস যেন প্রাণ ফিরে পেয়েছে।
তবে জাতির জনকের জন্মদিনে শুধু লাল-সবুজের আলোয় সীমাবদ্ধ নেই কলেজ ক্যাম্পাসের আলোকসজ্জা। হলুদ, নীল, সাদাসহ বিভিন্ন রঙে সেজেছে পুরো ক্যাম্পাস।
পুরো ক্যাম্পাস ঘুরে দেখা যায়, রাস্তার পাশের প্রাচীর, কলেজের প্রধান ফটক থেকে শুরু করে ক্যাম্পাসের রাস্তা, প্রশাসনিক ভবন, বিজয় চত্বরসহ পুরো ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়েছে।
কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর শামীম আরা বেগম বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকার ইতোমধ্যেই সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে। ঢাকা কলেজ ক্যাম্পাস বন্ধের ঘোষণাও দেয়া হয়েছে। করোনার ঝুঁকি এড়াতে মুজিববর্ষের সকল অনুষ্ঠান ইতোমধ্যে স্থগিত করা হয়েছে। তবে করোনা ঝুঁকি না থাকায় পূর্বপরিকল্পনার অংশ হিসেবে ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়েছে।’
নাহিদ হাসান/এসআর/জেআইএম