বশেফমুবিপ্রবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি আদেশের পরিপ্রেক্ষিতে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা করেছে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতেুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)।

সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, সরকারি আদেশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় নিজ নিজ বাসস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ইতোমধ্যে বাংলাদেশে আটজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজনই বর্তমানে সুস্থ। দুজন বাড়ি ফিরে গেছেন।

এফআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।