নতুন চারটি বাস পেল ঢাকা কলেজ

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা কলেজ
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২০

নতুন চারটি বাস উপহার পেয়েছে ঢাকা কলেজ। শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট দানবীর আব্দুল কাদির মোল্লার পক্ষ থেকে ঢাকা কলেজকে এই চারটি বাস দেয়া হয়।

রোববার (১৫ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে লাল ফিতা কেটে বাস চারটি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ। এ সময় উপাধ্যক্ষ প্রফেসর এ টি এম মঈনুল হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আবদুল কুদ্দুস শিকদার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ নেহাল আহমেদ বলেন, ঢাকা কলেজের পরিবহন সংকট নিরসনে আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হয়েছে। কলেজের পরিবহন পুলে নতুন চারটি বাস যোগ হওয়ায় পরিবহন সংকট অনেকাংশে কমে যাবে।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নতুন চারটি বাস উপহার দেয়ায় মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দানবীর আব্দুল কাদির মোল্লার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অধ্যক্ষ আরও বলেন, ঢাকা কলেজ তার পূর্বের ঐতিহ্যে ফিরে যাবে। ক্যাম্পাসকে নতুনরূপে সাজানো হবে, অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করা হবে।

ক্যাম্পাসে নতুন চারটি বাস পেয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রেদওয়ান মোস্তফা বলেন, কলেজের পরিবহন পুলে নতুন চারটি বাস যোগ হওয়ায় আমরা আনন্দিত। দীর্ঘদিনের পরিবহন সংকটের সমাধান হয়েছে। সমস্যা সমাধানে এগিয়ে আসার জন্য মজিদ মোল্লা ফাউন্ডেশনকে ধন্যবাদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

jagonews24

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর ঢাকা কলেজ আয়োজিত ‘আপন আলোয়’ নামের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা লাঘবে চারটি বাস উপহারের ঘোষণা দিয়েছিলেন আব্দুল কাদির মোল্লা।

বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।