ক্যাম্পাস বন্ধের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সাময়িক স্থগিতের দাবিতে মানববন্ধন ও উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

রোববার (১৫ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ মানববন্ধন করেন। এতে বিভিন্ন বিভাগের প্রায় দেড়শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধনে প্রথম বর্ষের শিক্ষার্থী শওকক হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক উপাচার্য স্যারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনি আমাদের বিশ্ববিদ্যালয় ও হলের অবস্থা বিবেচনা করে সমস্ত একাডেমিক কার্যক্রম বন্ধ করুন, যেন আমরা সুস্থভাবে মায়ের কোলে ফিরে যেতে পারি।

রায়হান আহমেদ নামের আরেক শিক্ষার্থী বলেন, উপাচার্য স্যার আর প্রক্টর স্যার যে রকম দায়সারা বক্তব্য দিয়ে যাচ্ছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি মনে করি করোনাভাইরাসের মত ছোঁয়াচে রোগ যদি কোনো একজনের হয় তাহলে এটা পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়বে। আমি অবিলম্বে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানায়।

মানববন্ধনে তারা তিনটি দাবি উপস্থাপন করেন। সেগুলো হলো-
# অতিদ্রুত করোনভাইরাস শনাক্তকরণে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা।
# করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়ে থাকলে তার সুচিকিৎসা নিশ্চিত করা এবং
# বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম সাময়িক স্থগিত রাখা।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আল সাদি ভুঁইয়া/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।