দুর্নীতি যাচাইয়ে ইবিতে ইউজিসির প্রতিনিধি দল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। শনিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত সরেজমিনে তারা তদন্ত করেছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইবির উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার, উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আফজাল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল। স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকায় উপাচার্যের দুর্নীতির সংবাদ প্রকাশিত হলে উপাচার্য এবং সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের প্রেক্ষিতে উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের দুর্নীতি তদন্ত করেছে তারা।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন, অধ্যাপক আবুল হাসেম আহ্বায়ক, ফেরদৌস জামান সদস্য সচিব এবং অন্য সদস্য হলেন, অধ্যাপক দিল আফরোজা বেগম। তারা শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরেজমিনে অভিযুক্তদের দুর্নীতি তদন্ত করেছেন। এ বিষয়ে জানতে শতাধিক ব্যক্তির সঙ্গে মতবিনিময় করেছেন বলে জানিয়েছেন তারা।
এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল হাসেম বলেন, `অভিযোগের প্রেক্ষিতে কমিটি বিষয়টি তদন্ত করছে। সকাল থেকে প্রায় ১২০ জনের সাক্ষাৎকার নেয়া হয়েছে। তদন্ত করে খুব দ্রুত প্রতিবেদন জমা দেয়া হবে।`
ফেরদাউসুর রহমান সোহাগ/এআরএ/আরআইপি