নারীদের মধ্যে ‘আমরা পারি’ মনোভাব চাই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০৯ মার্চ ২০২০

“আজকের নারীরা যতটুকু পিছিয়ে আছে তা নিজেদের কারণেই। তাদের মধ্যে ‘আমরা পারি’ মনোভাব তৈরি করতে হবে। তাহলেই সমান অধিকার প্রতিষ্ঠা হবে।”

নারী দিবস-২০২০ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রোববার (৮ মার্চ) এক র‍্যালিতে কথাগুলো বলছিলেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ওয়ালিউল্লাহ। তিনি আরও বলেন, নারীদের মধ্যে ‘আমরা পারি’ মনোভাব না থাকলে এ রকম সভা-সমাবেশ, সেমিনার আয়োজন করলেও নারীদের সম-অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

দুপুর ২টায় বিশ্ব নারী দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

আইন ও বিচার বিভাগের প্রভাষক মো. আসাদুজ্জামান নিউটন, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রিয়াজুল ইসলাম এবং একই বিভাগের প্রভাষক মাসুদুর রহমানের নেতৃত্বে র‍্যালিটি বের হয়। র‍্যালিতে আইন ও বিচার বিভাগ ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা নিজেদের বিভিন্ন লেখা-সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি।

র‍্যালি শেষে প্রভাষক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ওয়ালিউল্লাহ, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক সাদিক হাসান শুভ এবং সমাজবিজ্ঞান বিভাগের কম্পিউটার অপারেটর গোলাম মর্তুজা বাধন।

সমাবেশে বক্তারা নারীদের অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া সমাজ বিনির্মাণে পুরুষদের পাশাপাশি নারীদেরও সমান ভূমিকার কথাটি উঠে আসে তাদের বক্তব্যে।

সমাবেশ শেষে একটি ডিসপ্লে প্রদর্শিত হয় এবং শিক্ষার্থীদের লেখা লিফলেটগুলো যাচাই করে সেরা তিনজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।