আজ ঢাবি ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা


প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৯ অক্টোবর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) আজ (শনিবার) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে এ পরীক্ষা চলবে সকাল পৌনে এগারটা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এর ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ ভর্তি পরীক্ষা।

এদিকে শুক্রবার ঢাবি জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয় পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার স্বার্থে পরীক্ষার হলে শিক্ষার্থীদের সকল প্রকার ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ বছর এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৩৫টি আসনের বিপরীতে লড়ছেন ৭ হাজার ৩১৯ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে ৫৪ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত সিট-প্লানসহ বিস্তারিত জানতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  (admission.eis.du.ac.bd) এ ভিজিট করার পরামর্শ দেয়া হয়েছে।

এমএইচ/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।