চবির শাটলের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১:৪২ এএম, ০৪ মার্চ ২০২০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে শহর অভিমুখে ছেড়ে যাওয়া শাটল ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। এছাড়া বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

বুধবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে ষোলশহর ফরেস্ট গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- মালবাহী ওয়াগনের লোকোমাস্টার শেখ আবদুল্লাহ হিল বাকি এবং শাটল ট্রেনে থাকা পুলিশ সদস্য মিজান ও শরীফ।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূইঞা বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে যাওয়া শাটল ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

train

ষোলশহর রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় চৌধুরী জানান, সংঘর্ষে কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। রেলওয়ে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ করছে।

এদিকে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা ওমর ফারুক বলেন, শাটল ট্রেন ও ওয়াগনের মধ্যে সংঘর্ষে ওয়াগনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে লাইন সংস্কারে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা কাজ করছে।

আবদুল্লাহ রাকীব/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।