ক্রিকেট খেলায় অধিনায়ক নির্ধারণ নিয়ে চবি ছাত্রলীগে সংঘর্ষ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০১ মার্চ ২০২০

বিভাগের ক্রিকেট খেলায় অধিনায়ক নির্ধারণ করা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচ কর্মী আহত হয়েছেন। বিবদমান পক্ষ দুটি হলো শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী।

রোববার (১ মার্চ) দুপুর দেড়টার দিকে লেডিস ঝুপড়িতে সংঘর্ষের সূত্রপাত। পরে তা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। বিকেল সাড়ে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। পরিস্থিতি শান্ত রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহতরা হলেন- হিসাববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেহেদী হাসান, পারভেজ, মোহন, রসায়ন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মিনহাজ ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের রেদওয়ান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হিসাববিজ্ঞান বিভাগের ক্রিকেট খেলার অধিনায়ক নির্ধারণকে কেন্দ্র করে লেডিস ঝুঁপড়িতে দুই পক্ষের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সভাপতির নেতাকর্মীরা সাধারণ সম্পাদকের নেতাকর্মীদের মারধর করে। এর জের ধরে কলার ঝুঁপড়িতে সাধারণ সম্পাদকের কর্মীরা সভাপতির কর্মীদের পাল্টা মারধর করে।

jagonews24

এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে উভয় পক্ষে উত্তেজনার সৃষ্টি হয়। পরে সভাপতি পক্ষের নেতাকর্মীরা শাহ আমানত হলে ও সাধারণ সম্পাদকের কর্মীরা শাহজালাল হলে অবস্তান নেয়।

লেডিস ঝুঁপড়ি ও কলা ঝুঁপড়ির সামনে প্রথমদফা মারামারির পর শাহ আমানত ও শাহ জালাল হলে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়েছে। এ সময় উভয় পক্ষের হাতে দেশীয় ধারালো অস্ত্রও দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, বিভাগের বিষয় নিয়ে জুনিয়রদের মধ্যে হালকা ঝামেলা হয়েছে। আমরা বসে সমাধান করে ফেলছি। একইসঙ্গে সুর মেলান সভাপতি রেজাউল হক রুবেল।

এদিকে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, দুই পক্ষের নেতাদের আমরা বসেছি। উভয় পক্ষকে সংঘাত এড়িয়ে সহাবস্থান করার আহ্বান করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আবদুল্লাহ রাকীব/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।