ভিত্তি প্রস্তরেই সীমাবদ্ধ রাবির নতুন দুই হলের নির্মাণ কাজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০

ভিত্তি প্রস্তর স্থাপনের এক বছরের অধিক সময় পার হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রস্তাবিত শহীদ এএইচএম কামারুজ্জামান হল ও দেশরত্ন শেখ হাসিনা হলের নির্মাণ কাজে অগ্রগতি নেই। যদিও হল দুটির কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ করার কথা ছিল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১০ তলা বিশিষ্ট শহীদ এএইচএম কামারুজ্জামান হল বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের দক্ষিণ পাশে নির্মাণ করা হবে। এছাড়া খালেদা জিয়া হলের পূর্ব দিকে শেখ হাসিনা হল নির্মাণ করা হবে। প্রতিটি হল নির্মাণে ৭০ কোটি টাকা করে ব্যয় ধরা হয়েছে। ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনে রাষ্ট্রপতি আবদুল হামিদ দুটি হলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

হল নির্মাণকাজ বন্ধ থাকার কারণ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতর বলছে, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের (পিডব্লিউডি) রেড সিডিউল অনুযায়ী ২০১৪ সালে ৩৬৩ কোটি টাকার উন্নয়ন বাজেটটি করা হয়েছিল। কিন্তু ২০১৮ সালে পিডব্লিউডি’র রেড সিডিউল অনুযায়ী সেটি বেড়ে দাঁড়িয়েছে ৫১০ কোটি টাকা। এজন্য সংশোধিত বাজেট প্রণয়নে জটিলতা তৈরি হয়েছে। তবে এখনও এ সংক্রান্ত ফাইল সংশ্লিষ্ট দফতরে পাঠায়নি উন্নয়ন ও পরিকল্পনা দফতর।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক খন্দকার শাহরিয়ার রহমান বলেন, হলের নকশা, স্থান নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৫ দিনের মধ্যে বাজেটের ফাইলটি পাঠানো হবে। একনেকে সংশোধিত বাজেট পাস হলেই কাজ শুরু করতে পারবো।

সালমান শাকিল/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।