ডিআরএমসিতে অনুষ্ঠিত হলো স্প্রিংটাইম মেলোডিজ সিজন ১

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে আয়োজিত হলো সঙ্গীতবিষয়ক কর্মশালা ও আনন্দানুষ্ঠান ‘স্প্রিংটাইম মেলোডিজ সিজন ১’। গত ২২ ফেব্রুয়ারি এই আয়োজনের উদ্যোক্তা ঢাকা শহরের কলেজ পর্যায়ের পাঁচটি ক্লাব। সেগুলো হলো রেমিয়ান্স মিউজিক ক্লাব, এসএজিসি কালচারাল ক্লাব, নটরডেম কালচারাল ক্লাব, উচ্ছ্বাস প্রহর এবং প্রিপারেটোরিয়ান্স মিউজিক ক্লাব।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেমিয়ান্স মিউজিক ক্লাবের আহবায়ক ও শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ নূরুন্নবী। তিনি বলেন, ‘সঙ্গীত অপছন্দ করে এমন মানুষ পাওয়া দুষ্কর। তরুণ প্রজন্মকে সঙ্গীতের প্রতি উদ্বুদ্ধ করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

কলেজ পর্যায়ের অগণিত সঙ্গীতানুরাগীর সমাগম ঘটে আয়োজনটিতে। এখানে বিভিন্ন বিষয়ের ইনস্ট্রাক্টর হিসেবে ছিলেন দিব্য নাসের, তাহজিব উর রশিদ আদিব এবং সমন্বয় সামি মতো জনপ্রিয় এবং দক্ষ শিল্পী ও যন্ত্রকৌশলীরা।

এছাড়া ছিল ওয়ার্ল্ড হিপহপ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দেশের প্রথম হিপহপ ড্যান্স টিম 'The Blue Poppers BD' -এর বিশেষ পারফরমেন্স। অতিথিদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপস্থাপন করেন মনোমুগ্ধকর পরিবেশনা।

সুরে গানে মুখরিত এই অনুষ্ঠানটির সুন্দর সমাপ্তি টানা হয় দেশের অন্যতম স্বনামধন্য ব্যান্ড ‘ব্লু জিন্স’- এর চমৎকার ও আকর্ষণীয় পরিবেশনার মাধ্যমে।

এমন আয়োজন ঢাকা শহরের কলেজ পর্যায়ের ক্লাবগুলোর মধ্যে সম্প্রীতি এবং সক্রিয়তা বৃদ্ধি করবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে সঙ্গীতচর্চায় উৎসাহিত করা ও নতুন শিল্পীদের মঞ্চভীতি কাটিয়ে গানের সুরে বিশুদ্ধতার নতুন জোয়ার আনতে ব্যাপক সহায়তা করবে বলে প্রত্যাশা আয়োজকদের।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।