রাবিতে শুরু হচ্ছে চাকরি মেলা, থাকছে প্রাণসহ ২০টি কোম্পানি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি এ মেলা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়টির ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) সপ্তম বারের মতো এ মেলার আয়োজন করে। সেখানে প্রাণ-আরএফএলসহ ২০টিরও বেশি দেশি-বিদেশি বহুজাতিক কোম্পানি অংশ নিচ্ছে।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ একাডেমিক ভবনের বিজনেস ফ্যাকাল্টি শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার কথা জানান সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করা হবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, ক্লাবের উপদেষ্টাবৃন্দ প্রমুখ উপস্থিত থাকবেন।

চাকরি মেলায় প্রাণ-আরফএল, নিউজিল্যান্ড ডেইরি, নিলয় গ্রুপ, কনকর্ড গ্রুপ, গ্রামীণফোন লিমিটেড, ভিভো মোবাইল, বিকাশ, মেঘনা গ্রুপ, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড, বিকাশ, ভিভো মোবাইল, রানার গ্রুপ, দারাজ ডট কম, ফুডপান্ডা, প্রজেক্ট হিডওয়ে, মেন্টরস স্টাডি অ্যাবরোড, গেটওয়ে ইন্টারন্যাশনাল, স্কেপ বাংলাদেশ, সার্ভিক বিডি, সিবিএ আইটিসহ ২০টিরও বেশি কোম্পানি অংশ নিচ্ছে।

মেলার প্রথম দিন থেকে কোম্পানির বুথে চাকরিপ্রার্থীদের সিভি জমা নেয়া হবে। প্রার্থীরা সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে পছন্দের প্রতিষ্ঠানে সিভি জমা দিতে পারবেন বলে জানানো হয়। এছাড়াও মেলার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস টু কর্পোরেট, টেক দ্যা চান্স টু মেক দ্যা চেঞ্জ, ডেয়ার টু লিট, ফ্রিলান্সিং স্মার্ট ক্যারিয়ার, আরইউসিসি কর্পোরেট কুইজ প্রতিযোগিতাসহ পাঁচটি সেমিনার এবং ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। মেলার দ্বিতীয় দিন ২৭ ফেব্রুয়ারি, জমাকৃত সিভি থেকে নির্বাচিত চাকরিপ্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের মেলায় বেভারেজ পার্টনার হিসেবে থাকছে প্রাণআপ,এডুকেশন পার্টনার প্রজেক্ট হেডওয়ে, আইটি পার্টনার সিবিএ আইটি,গিফট পার্টনার তিলোত্তমা ও লাইসিয়াম এবং রিফ্রেশমেন্ট পার্টনার হিসেবে থাকছে অ্যারো স্পুন।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্ট অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মনিমুল ইসলাম, ক্যারিয়ার ক্লাবের সহ-সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক তাওহিদ বিন হাসান, সহ-সাধারণ সম্পাদক নওরিন জান্নাত ঐশি প্রমুখ উপস্থিত ছিলেন।

সালমান শাকিল/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।