বেরোবি উপাচার্যের অনুপস্থিতির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৭:০১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহর ক্যাম্পাসে অনুপস্থিতির তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘অধিকার সুরক্ষা পরিষদ’। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে উপাচার্যের অনুপস্থিতির তালিকা প্রকাশ করেন অধিকার সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দ।

এতে দেখা যায়, বেরোবি উপাচার্য ক্যাম্পাসে যোগদান করেন ২০১৭ সালের ১৪ জুন। যোগদানের পর থেকে মোট ৯৭৯ দিনের মধ্যে ক্যাম্পাসে উপস্থিত ছিলেন মাত্র ২২৭ দিন এবং অনুপস্থিত ছিলেন ৭৫২ দিন। এর মধ্যে আবার কোনো দিন মাত্র দুই-এক ঘণ্টা ক্যাম্পাসে অবস্থান করেছিলেন। পরবর্তীতে ঘণ্টা মিনিটের তালিকাও প্রকাশ করা হবে বলে জানান অধিকার সুরক্ষা পরিষদের নেতারা।

jagonews24

অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ড. মতিউর রহমান বলেন, বর্তমান উপাচার্যের নিয়োগপত্রে সার্বক্ষণিক ক্যাম্পাসে উপস্থিত থাকার কথা বলা থাকলেও তিনি ক্যাম্পাসে অনুপস্থিত থাকেন। দিনের পর দিন, মাসের পর তিনি অনুপস্থিত থাকায় আমরা তার তালিকা প্রকাশ করেছি।

এ সময় অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মতিউর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ-উল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এইচ এম তারিকুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল, সহকারী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক খায়রুল কবির সুমন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

জিতু কবীর/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।