ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি কামাল সম্পাদক ওবায়দুর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রধান নিবার্চন কমিশনার অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

ডুয়েট শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির ১১ সদস্যই এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা আগামী একবছর এ দায়িত্ব পালন করবেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক হিসেবে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ওয়াসিম দেওয়ান, কোষাধ্যক্ষ হিসেবে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক খাজা ইমরান মাসুদ, ক্রীড়া সম্পাদক হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শাহাব উদ্দিন, মহিলা সম্পাদক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাসুমা আক্তার নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আজমল হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রাজু আহমেদ নির্বাচিত হয়েছেন।

এমএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।