অধ্যাপক শামসুর রহমানের মৃত্যুতে শোক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান ও লোক প্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ও প্রথম উপাচার্য ড. শামসুর রহমান ইন্তেকাল করেছেন।

গত রোববার বিকেলে ঢাকায় অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন) তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অধ্যাপক শামসুর রহমানের রাষ্ট্রবিজ্ঞান ও লোক প্রশাসন বিষয়ে বেশ কয়েকটি পুস্তক ও উল্লেখ্যযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। এছাড়া বেশ কয়েকটি এম.ফিল ও পিএইচ.ডি গবেষণা তত্ত্বাবধান করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ ফজর মরহুমের নামাজে জানাজা শেষে ঢাকার বনানী গোরস্থানে তাকে দাফন করা হয়। উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় তারা বাংলাদেশে রাষ্ট্রবিজ্ঞান এবং লোক প্রশাসন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় প্রফেসর শামসুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সালমান শাকিল/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।