জবি শিক্ষক সমিতি ফেডারেশন থেকে বহিষ্কার


প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৭ অক্টোবর ২০১৫

শৃঙ্খলাবিরোধী কাজ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত  বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১০ সেপ্টেম্বর ২০১৫ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, ফেডারেশনের শৃঙ্খলাবিরোধী কাজ করায় জবি শিক্ষক সমিতিকে ফেডারেশন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। বুধবার থেকে এটি কার্যকর হবে।

এমএইচ/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।