শেকৃবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২০

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। প্রায় দুই বছর পর ২২২ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

এতে সহ-সভাপতি পদে ৬০ জন, যুগ্ম সম্পাদক ১১ জন, সাংগঠনিক সম্পাদক ১১ জন, সহ-সম্পাদক পদে ২৬ জনের নাম ঘোষণা করা হয়।

এই কমিটির ব্যাপারে শেকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, যারা ছাত্রলীগকে, বঙ্গবন্ধুর আদর্শকে মনেপ্রাণে ধারণ করে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি কমিটিতে তাদের রাখার জন্য। মুজিববর্ষে পূর্ণাঙ্গ কমিটি আমাদের বড় একটি অর্জন।

তিনি আরও বলেন, মুজিববর্ষে পূর্ণাঙ্গ কমিটির সকলকে নিয়ে অনেক কাজ করতে চাই। মুজিববর্ষ নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শ ও ছাত্রলীগকে ধারণ করে কাজ করব, ছাত্রলীগকে আরও সামনে এগিয়ে নিয়ে যাব।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ নভেম্বর এস এম মাসুদুর রহমান মিঠুকে সভাপতি এবং মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করার পর অন্য পদপ্রত্যাশীরা এতদিন অপেক্ষার প্রহর গুণছিলেন। আজ তাদের এই অপেক্ষার পালা শেষ হলো।

মো. রাকিব খান/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।