শাবিতে ভর্তির আবেদন শুরু ১৩ অক্টোবর


প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৫ অক্টোবর ২০১৫

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) স্নাতক ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ৩০ অক্টোবর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।

সোমবার এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক মুশতাক আহমেদ।

তিনি সাংবাদিকদের জানান, আগামী ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯টায় `এ` ইউনিট এবং বেলা আড়াইটায় `বি` ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, এবার `এ` ইউনিটের ৯টি বিভাগের আসন সংখ্যা ৬০০ থেকে বাড়িয়ে ৬১৩টি করা হয়েছে। বি-ইউনিটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নামক নতুন বিভাগে এ শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তি করা হবে (আসন সংখ্যা ৩৫টি)। এতে করে এই ইউনিটের আসন সংখ্যা ৮০০ থেকে ৮৩৫ টি হয়েছে। প্রতি বিভাগের আবেদনের ফি ৫০ টাকা করে বাড়ানো হয়েছে।

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত ও আবেদনের প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sust.edu) থেকে জানা যাবে।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।