জলাবদ্ধতায় ঢাবি ক্যাম্পাস, ভোগান্তিতে শিক্ষার্থীরা


প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০৫ অক্টোবর ২০১৫

মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টা থেকে ১টা পযর্ন্ত টানা বৃষ্টিতে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের স্ব-স্ব হল ও বাসায় ফিরতে অনেক ভোগান্তি পোহাতে হয়।

দেখা যায়, সোমবার দুপুরে এক ঘণ্টার বৃষ্টিতে ঢাবি ক্যাম্পাসের বেশ কিছু জায়গায় পানিতে ডুবে যায়। বৃষ্টিতে ক্যাম্পাসের কলা ভবন, স্যাডো, মল চত্বর, বিজনেস ফ্যাকাল্টি, সমাজবিজ্ঞান ভবন এর সামনে পানি জমে যায়। এতে শিক্ষার্থীরা হলে ও বাসায় ফিরতে বিরক্তি প্রকাশ করে।

DU-Campus

এছাড়া এ সময় অনেক শিক্ষার্থীকে দেখা যায় বৃষ্টিতে ভিজে হলে এবং বাসায় ফিরতে। অন্যদিকে ছাত্র-ছাত্রীদের কেউ কেউ আবার স্বস্থির বৃষ্টিতে নিজেদের ভিজিয়েও নিয়েছে। দলবেধে কয়েক গ্রুপকে দেখা যায় কলা ভবনের সামনে দিয়ে বৃষ্টিতে ভিজতে। একই অবস্থা ছিল টিএসসি এবং কার্জন হল এলাকায়ও।

এমএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।