চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৮ অক্টোবর ২০১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘ডি’ ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদের) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার ভোর ৫টায় ফলাফল প্রকাশিত হয়েছে বলে জানান ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এসএম আকবর হোছাইন।

তিনি জানান, সমাজ বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ৮৭৭ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছিল ২৬ হাজার ১৩৮ জন শিক্ষার্থী। পরীক্ষায় পাসের হার ২০ দশমিক ৪৩ শতাংশ জানিয়ে আকবর হোছাইন বলেন, “এর মধ্যে পাস করেছে ৫ হাজার ৩৪০ জন।”

পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে বলেও জানান আকবর।  এ অনুষদের অধীনে আছে অর্থনীতি, রাজনীতি বিজ্ঞান, সমাজতত্ব, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।