ঢাবি উপাচার্যের সঙ্গে ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ’র সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ এডওয়ার্ড বিগবেডার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় ঢাকাস্থ ইউনিসেফের সোস্যাল পলিসি, প্ল্যানিং অ্যান্ড মনিটরিং বিভাগের প্রধান কার্লোস একোস্তা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে তাঁরা এ সাক্ষাত করেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিসেফের মধ্যে যৌথ সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ এডওয়ার্ড বিগবেডার বলেন, বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য সেক্টরে দ্রুত অগ্রগতি সাধিত হচ্ছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং এ ব্যাপারে উপাচার্যের সহায়তা চান।
উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক অতিথিকে এ ব্যাপারে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অতিথিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সাথে যৌথ সহযোগিতামূলক কর্মকাণ্ড পরিচালনায় আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ জানান।
এমএইচ/এসএইচএস/পিআর