সাত কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা শনিবার
প্রথমবারের মতো দেশের সাতটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা শনিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সার্বিক তত্ত্বাবধানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের ৫টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হবে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪ টি ভবনে ১৫৭ টি কক্ষে ৯ হাজার ৩২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা।
ভর্তি পরীক্ষাকে সামনে রেখে কেউ যদি কোনো ধরনের অপরাধ সংগঠিত করার চেষ্টা করে তাহলে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ।
পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে ইতোমধ্যেই হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এমনকি পরীক্ষা চলাকালীন পরিদর্শকদের কেউই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
কৃষি বিশ্ববিদ্যালয়গুলো হলো : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
জেডএ/এমএস