ভিসির বাসার সামনে ফের অবস্থান নেবেন আন্দোলনকারীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০৬ নভেম্বর ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে ফের তার বাসভবনে অবস্থান নেয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আয়োজিত এক সংহতি সমাবেশে এ ঘোষণা দেন তিনি।

অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘গতকাল আমাদের ওপর উপাচার্যপন্থী শিক্ষকরা প্রথমে হামলা চালান। এরপর তাদের প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ হামলা করে। এই উপাচার্যকে কোনোভাবেই আর ক্ষমতায় রাখা যাবে না। তাকে অপসারণের লক্ষ্যে আমরা বিকেলে বিক্ষোভ মিছিল নিয়ে তার বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেব।’

সংহতি সমাবেশে জাবি অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘এই উপাচার্যের বিষয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত জানাবে বলে আশা করছি। আজ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ব্যবসায়ী ও পুলিশের ভূমিকা নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে এ ধরনের শিক্ষক থাকতে পারেন না।’

তিনি আরও বলেন, উপাচার্য ছাত্রলীগের হামলাকে গণঅভ্যুত্থান বলেছেন। কিন্তু প্রকৃত গণঅভ্যুত্থান ঠেকাতে তিনি হল বন্ধের সিদ্ধান্ত জানিয়েছেন। ঠিকাদারের সঙ্গে টাকা ভাগবাটোয়ারা করার মতো ভিসি যেন আর নিয়োগ না পায়। সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো বাঁচানো যাবে না।

সমাবেশে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান, জাবি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূইয়াসহ বিভিন্ন বিভাগের আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

ফারুক হোসেন/এমএমজেড/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।