হল থেকে বেরিয়ে বিক্ষোভে জাবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৬ নভেম্বর ২০১৯

উপাচার্যের অপসারণের একদফা দাবিতে হল থেকে বেরিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে তারা বেরিয়ে এসে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের গেট বন্ধ থাকলেও শিক্ষার্থীদের তোপের মুখে পরে তা খুলে দেয়া হয়।

জাবি প্রশাসন মঙ্গলবার এক জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বুধবার সকাল সাড়ে ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ অগ্রাহ্য করে শিক্ষার্থীরা আজ বিভিন্ন হল থেকে বেরিয়ে এসে ক্যাম্পাসে বিক্ষোভ করতে থাকেন।

jabi

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণে একদফা দাবির পক্ষে স্লোগানে প্রকম্পিত হয় ক্যাম্পাস। পরে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের মুরাদ চত্বরে আসলে সেখানে অবস্থান নেয়া শিক্ষকরা এতে যোগ দেন। এরপর মিছিলটি শহীদ মিনার ঘুরে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে যায়। সেখানে সড়কে বসে বিক্ষোভ করেন তারা। দুপুর ১২টার পর সেখানে সংহতি সমাবেশ শুরু করেছেন।

সমাবেশে জাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদের নেতৃত্বে ঢাকা থেকে আসা একটি প্রতিনিধিদল অংশ নিয়েছেন।

ফারুক হোসেন/এমএমজেড/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।