ঢাকা কলেজে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক আহত

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১০ পিএম, ৩০ অক্টোবর ২০১৯

ঢাকা কলেজে নির্মাণাধীন নতুন ভবনের সপ্তম তলার ছাদ থেকে নিচে পড়ে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ওই শ্রমিকের নাম মো. মিথুন মিয়া (২৫)৷ তার বাড়ি রংপুর জেলার পীরগাছা থানায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা কলেজের শিক্ষকদের তত্ত্বাবধায়নে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

প্রতক্ষ্যদর্শী এক শ্রমিক জানান, নতুন ভবনের সাত তলার ছাদ ঢালাইয়ের কাজ করার একপর্যায়ে অসতর্ক অবস্থায় হয়ে ছাদ থেকে পড়ে যান তিনি। গুরুতরভাবে আহত হলে আমরা উদ্ধার করি। এরপর স্যাররা এসে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ জানান, আহত শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। যদিও এটা ঠিকাদারের বিষয় তবুও আমরা মানবিক দিক বিবেচনা করে শিক্ষকদের তত্ত্বাবধায়নে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি এবং প্রতি মূহূর্তে খবরাখবর নিচ্ছি।

নাহিদ হাসান/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।