জাবির সাইবার সেন্টারের ২৬টি কম্পিউটারের ১৩টি অকেজো
ডিজিটাল বাংলাদেশ ও তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার জন্য কাজ করছে সরকার। আর এ লক্ষ্যেই গ্রামের প্রত্যন্ত অঞ্চল, প্রাইমারী ও হাইস্কুলেও ইন্টারনেট ও কম্পিউটার সেবা পৌঁছে দিচ্ছে সরকার। এ দিকে থেকে উল্টো পথে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির সাইবার সেন্টারে মাত্র ২৬ টি কম্পিউটার আছে। এর মধ্যে ১৩টি কম্পিউটার অকেজো হয়ে পড়ে আছে। কিন্তু এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন কার্যকর উদ্যোগ নিচ্ছেন না বলে শিক্ষার্থীদের অভিযোগ।
খোঁজ নিয়ে জানা যায়, সাইবার সেন্টারে ২৬টি কম্পিউটার রয়েছে। এর মধ্যে গত চার মাস ধরে ১৩টি নষ্ট রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট বিভ্রাটের কারণে প্রত্যেক মাসে তিন থেকে চার দিন বন্ধ থাকে সেন্টারটি। এতে ভোগান্তিতে পড়ছে বিশ্ববিদ্যালেয়ের শিক্ষার্থীরা।
এদিকে সাইবার সেন্টারের সমস্যা নিয়ে গত চার মাসে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট ম্যানেজমেন্ট কার্যালয়ে তিনবার আবেদন করা হয়েছে। কিন্তু এ বিষয়ে কোন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টারটি বন্ধ।
এ সম্পর্কে জানতে চাইলে সাইবার সেন্টারের মো. রবিউল ইসলাম (উচ্চমান সহকারী কম্পিউটার) বলেন, ইন্টারনেট সংযোগ ছিল না তাই বন্ধ করে আমরা পাশেই ছিলাম। এছাড়া প্রত্যেক মাসে তিন থেকে চার দিন ইন্টারনেট সংযোগের অভাবে সাইবার সেন্টার বন্ধ থাকে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো রেজাউল ইসলাম বলেন, কম্পিউটারে পর্যাপ্ত কম্পিউটার নেই। অধিকাংশ সময়েই ইন্টারনেট ব্যবস্থা থাকে না।
এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট ম্যানেজমেন্ট সেন্টারের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালেয়র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. গোলাম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমার জানা মতে, ৫ টি কম্পিউটার নষ্ট। তবে তা ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে।’
হাফিজুর রহমান/এআরএস/পিআর