আবরারের খুনিদের শাস্তি চান ইবি শিক্ষকরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইবি
প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৮ অক্টোবর ২০১৯

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের খুনিদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

মঙ্গলবার ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি ও নিন্দা জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাদের কাছে ইবি শিক্ষক সমিতি অতিদ্রুত আবরারের খুনিদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে সব ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

এছাড়াও আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইবি শাখা ছাত্র মৈত্রী। তারাও এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফেরদাউসুর রহমান সোহাগ/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।