চবিতে জিমনেসিয়ামের উদ্বোধন


প্রকাশিত: ০২:১৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নব-নির্মিত জিমনেসিয়াম ও ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা । অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

এসময় জিমনেসিয়াম প্রতিষ্ঠায় যে সকল প্রাক্তন উপাচার্য বিশেষ ভূমিকা রেখেছেন তাদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

চবি উপাচার্য তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত শরীর চর্চা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ একান্ত অপরিহার্য। শিক্ষার্থীদের শরীর চর্চা ও ক্রীড়া অনুশীলনের সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পরিবারের দীর্ঘদিনের কাঙ্খিত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত জিমনেসিয়াম বাস্তবে রূপ নিয়েছে।

তিনি আরো বলেন, যুগের চাহিদার প্রেক্ষিতে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স একটি গুরুত্বপূর্ণ বিভাগ।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।