ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীন প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৮৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ বছর ‘ক’ ইউনিটে ১৭৯৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৮৮ হাজার ৯৫৫ জন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরীসহ অন্যান্যরা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন।
পরীক্ষার হলে মোবাইলফোন বা টেলিযোগাযোগ করা যায় এ রূপ কোনো ইলেকট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন।
পরীক্ষার নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, এবারের ভর্তি পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি কড়াকড়ি হবে। এবার মেটাল ডিটেক্টর/আর্চওয়ের মাধ্যমে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।
তিনি বলেন, গোয়েন্দা তৎপরতাও আগের চেয়ে অনেক বেশি। আইসিটি জালিয়াতিও যেন কেউ না করতে পারে সে জন্য আইসিটি বিভাগের অভিজ্ঞরা কাজ করছেন।
বিএ