বিএসএমএমইউতে আধুনিক অফথালমিক ওয়েট ল্যাব উদ্বোধন
চক্ষু চিকিৎসায় দক্ষ সার্জিক্যাল ট্রেনিংয়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আধুনিক অফথালমিক ওয়েট ল্যাব উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের দ্বিতীয় তলায় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ ল্যাবের উদ্বোধন করেন।
ল্যাবটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের চিকিৎসক ও মেডিক্যালে উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের চোখের সকল সার্জিক্যাল বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, একই বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আব্দুল ওয়াদুদ, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জাফর খালেদ, অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরীসহ সংশ্লিষ্ট শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
এমইউ/আরএস/জেআইএম