ভিসির পদত্যাগের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছাড়া ‘চিরকুটের মাধ্যমে’ ছাত্রলীগ নেতাদের ভর্তি প্রক্রিয়ার সাথে জড়িত অভিযোগে ভিসি ও ডিনের পদত্যাগ এবং ভর্তিকৃতদের ডাকসু সদস্যপদ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা।

বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিলটি বের হয়ে শেখ রাসেল টাওয়ারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

du

সমাবেশে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, ভিসি আখতারুজ্জামান তার দলকে ক্ষমতায় রাখতে ডাকসু নির্বাচনে জালিয়াতি করে ছাত্রলীগকে জয়ী করেছেন। আমাদের সবার কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনকে ছাত্রলীগের ডাকসুতে পরিণত করার পাঁয়তারা হিসেবে কোনো রকম ভর্তি পরীক্ষা ছাড়া চিরকুটের মাধ্যমে ছাত্রলীগ নেতাদের ভর্তি করিয়েছেন।

সমাবেশ থেকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডিন ও অবৈধ ছাত্রলীগ নেতাদের পদত্যাগের দাবি জানান তিনি।

মিছিল ও সমাবেশ ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও বিভিন্ন হল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।