জবিতে প্রতি আসনে প্রতিযোগী ৬৭ জন


প্রকাশিত: ০৬:০২ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ৬৭ জন পরীক্ষার্থী। এবার ২ হাজার ৭৬০ আসনের বিপরীতে মোট ১ লাখ ৮৫,৭৯ জন ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬টি অনুষদের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদনের সময়সীমা বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হয়েছে।

এবার ‘এ’ ইউনিটে ৭৬০টি আসনের বিপরীতে ৫৭ হাজার ৭০৩ জন, ‘বি’ ইউনিটে ৭২০টি আসনের বিপরীতে ৪০ হাজার ৬৩৪ জন, ‘সি’ ইউনিটের ৬২০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬৮৮ জন, ‘ডি’ ইউনিটে ৫৬০টি আসনের বিপরীতে ৪৯ হাজার ৯৩০ জন এবং ‘ই’ ইউনিটে মোট ১০০টি আসনের বিপরীতে ২ হাজার ১২৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে।

সুব্রত মণ্ডল/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।