বেরোবিতে ঈদুল আজহার ছুটি ২২ সেপ্টেম্বর থেকে


প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছুটি শুরু হচ্ছে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ১ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত। এবার ঈদে মোট ১০ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত নিবন্ধক (রেজিস্ট্রার) মোর্শেদ উল আলম রনি জাগো নিউজকে বলেন, ঈদুল আজহা উপলক্ষে ২২ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে ১ অক্টোবর বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।

এছাড়া ঈদের ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) খালি করা হবে ২২ সেপ্টেম্বর দুপুর ২টায় এবং ছুটির পর ৩ অক্টোবর সকাল ৯টায় হল চালু করা হবে বলে নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ ড. তুহিন ওয়াদুদ।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।