জাবিতে ভর্তি আবেদন শুরু ২০ সেপ্টেম্বর


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মোহাম্মদ আলী (শিক্ষা) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  আগামী ২০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে আবেদন প্রক্রিয়া চলবে ৮ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত। টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করা যাবে।

২০১২ সাল এবং তার পরবর্তী বছরসমূহে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা প্রত্যেক ইউনিটে আবেদন করতে পারবে। তবে ‘সি ইউনিট’ (কলা ও মানবিকী অনুষদ) এর ক্ষেত্রে প্রত্যেক বিভাগে আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে।

ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu/admission) পাওয়া যাবে।

হাফিজুর রহমান/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।