ভর্তি জালিয়াতি: ঢাবির ৬৯ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ সিন্ডিকেটে বহাল
ভর্তি জালিয়াতিতে জড়িত থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৬৯ শিক্ষার্থীকে শৃঙ্খলা পরিষদের দেয়া বহিষ্কারাদেশ বহাল রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এ তথ্য নিশ্চিত করেন।
ঢাবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিষদের সুপারিশ সিন্ডিকেট গ্রহণ করেছে এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ৬৯ জনের বিরুদ্ধে শৃঙ্খলা পরিষদের বহিষ্কারাদেশ সিন্ডিকেট বহাল রেখেছে। তবে অভিযোগের ভিত্তিতে তাদেরকে সাতদিন সময় দেয়া হয়েছে। সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তাহলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
বিএ