আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল ধরল বেরসিক পুলিশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৯ আগস্ট ২০১৯
ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আপত্তিকর অবস্থায় বহিরাগত এক প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন থেকে তাদের আটক করা হয়।

বেরোবি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুহিব্বুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটককৃত প্রেমিক যুগলকে তাজহাট থানায় পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত উভয়েই রংপুর আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকোনুজ্জামান জাগো নিউজকে বলেন, দু’জনকেই জিজ্ঞাসা করছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) মো. আতিউর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

সজীব হোসাইন/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।