ডুয়েটে প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু বৃহস্পতিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৮ আগস্ট ২০১৯

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিআর্ক প্রোগ্রামের প্রথম বর্ষে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন বৃহস্পতিবার থেকে শুরু হবে।

বিভিন্ন অনুষদের বিভিন্ন বিভাগে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির জন্য উপযুক্ত প্রার্থীরা DBBL মোবাইল ব্যাংকিং এবং অনলাইনে বৃহস্পতিবার সকাল ১০টা হতে ৩১ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিআর্ক প্রোগ্রামে ভর্তি জন্য প্রার্থীর সাধারণ যোগ্যতা, আবেদন প্রক্রিয়ার নিয়য়াবলী সংক্রান্ত যাবতীয় নির্দেশনা প্রসপেক্টাস-এ ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

বুধবার ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মো. জিয়াউল হক এসব তথ্য জানান।

মো. আমিনুল ইসলাম/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।